লাকসামে মনোহরী দোকানে চুরি – আড়াই লাখ টাকার ক্ষতি
কুমিল্লার লাকসামে একটি লাকসামে মনোহরী দোকানে চুরির ঘটনায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোডস্থ ‘ইউসুফ স্টোর’ নামক দোকানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৮টায় ইউসুফ স্টোর’র স্বত্বাধিকারী সাইফুল ইসলাম দোকান খুলতে গিয়ে দেখতে পান তার দোকানঘরের শার্টারে তালা নেই। পরে তিনি দোকানে ডুকে দেখতে পান তার ক্যাশ বাক্সে থাকা নগদ ৯০ হাজার টাকা এবং বিক্রয়ের জন্য রাখা দেড় লাখ টাকা সমমূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়ে গেছে। এসময় তিনি দোকানের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখতে পান শনিবার সকাল ৬টার সময় কয়েকজন যুবক তার দোকানের শার্টারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে ইউসুফ স্টোর’র স্বত্বাধিকারী সাইফুল ইসলাম লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন। লাকসাম থানা পুলিশের এস.আই আমিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
জেনিফার_______৪ সেপ্টেম্বর ২১