লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি
অনলাইন ডেস্ক।।

লালমনিরহাটে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের রেলক্রসিংয়ে দুর্ঘটনা হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে জানমালের ক্ষয়ক্ষতি থেকে।
এ ঘটনায় বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে রেল কর্তৃপক্ষ, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে সড়কের চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। এসময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূতে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে মূল রহস্য জানা যাবে।
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪