লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
নেকবর হোসেন
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাজী কামরুল হাসান শাহিন(নৌকা) স্বতন্ত্র প্রার্থী আবদুল মমিন মজুমদার(আনারস),স্বতন্ত্র হারুনুর রশীদ মজুমদার (কাপ পিরিচ)।ভাইস চেয়ারম্যান পদে আবদুল মোতালেব(তালা),কাজী কামরুল হাসান ভুট্টু (টিউবওয়েল),মিজানুর রহমান মজুমদার (চশমা),মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার (ফুটবল),নাজমা আক্তার (পদ্মফুল), মধু ছন্দা বনিক (কলস)।
এছাড়াও আরো অনেকে হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পান। তাদের কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার নিকট আসলে তাদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।যারা যে সকল প্রতীক পেয়েছে তাদের ওই প্রতীক দেওয়া হবেনা বলে ঘোষনা দেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম।এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা সাদিকা সুলতানাসহ আরো অনেকে।