শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা
অনলাইন ডেস্ক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নবনির্বাচিতরা সংসদ ভবনে আসছেন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নবনির্বাচিতদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ নেবেন শিরীন শারমিন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই তারা শপথ নিচ্ছেন। ওই শপথ অনুষ্ঠানের পরই বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় নতুন সংসদ নেতা নির্বাচন করবেন আওয়ামী লীগের এমপিরা। নির্বাচিত করা হবে দ্বাদশ সংসদের উপনেতাও। এছাড়াও দ্বাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ ও হুইপদেরও নির্বাচিত করা হতে পারে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।
এফআর/অননিউজ