শিখ নেতা নিজ্জর হত্যায় কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার
অনলাইন ডেস্ক।।
শিখ-কানাডিয়ান অ্যাক্টিভিস্ট হরদীপ সিং নিজ্জর হত্যার সাথে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ।
শুক্রবার কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২)। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।
পুলিশ বলছে, তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আর এ কারণেই বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়।
গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে। ওই হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যার পেছনে ভারত জড়িত বলে অভিযোগ করেন।
ট্রুডোর ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়।
হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার খালিস্তানপন্থি শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা। ১৯৭৭ সালে তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে দেশটিতে গিয়েছিলেন, পরে সেখানাকার নাগরিকত্বও অর্জন করেন।
এফআর/অননিউজ