সতর্কবার্তা উপেক্ষা করে জাপা প্রার্থীর প্রচারণা, জনমনে ক্ষোভ

​নীলফামারী প্রতিনিধি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রশাসনের প্রাথমিক সতর্কবার্তাকেও তোয়াক্কা করছেন না নীলফামারী-৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম। সোমবার বিকেলে শতাধিক নেতাকর্মী নিয়ে পথসভা ও স্লোগান দিয়ে গণসংযোগ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না থাকায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

​জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাগুড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী প্রচারণা চালান সিদ্দিকুল আলম। মাগুড়া চেকপোস্ট ও বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি পথসভা ও গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা ‘লাঙ্গল, লাঙ্গল’ বলে উচ্চস্বরে স্লোগান দিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন এবং প্রতিটি দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন।

​এর আগেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া তাকে মৌখিকভাবে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি আবারও একই কাজ করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

​ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল কিংবা কোনো ধরনের উচ্চৈঃস্বরে প্রচারণামূলক গণসংযোগ চালাতে পারবেন না।

​এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী সিদ্দিকুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। বারবার সতর্ক করার পরেও নিয়ম না মানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হচ্ছে।

​জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান এ প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যথাযথ আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।

আরো দেখুনঃ