সম্পর্ক না রাখায় সাবেক প্রেমিকার ওপর স্কুটি তুলে দিলো যুবক!

অনলাইন ডেস্ক।।

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রেমিকাকে জোর করছিলেন এক ব্যক্তি। কিন্তু তা মানতে অস্বীকৃতি জানান প্রেমিকা। সেই ক্ষোভ থেকে রাস্তায় ওই তরুণীর ওপর স্কুটি উঠিয়ে দেয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে কল্পনা নগর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী সম্প্রতি অভিযুক্তের সাথে তার সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি তাকে হুমকি দিচ্ছিল এবং সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য জোর করছিল। ওই তরুণী তাতে অস্বীকৃতি জানালে, যুবকের আচরণ আক্রমণাত্মক এবং হিংসাত্মক হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির অ্যাক্টিভা স্কুটারে থাকা ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুক্তভোগীকে লক্ষ্য করে হামলা চালায় যখন সে রাস্তায় ছিল।

নিজেকে রক্ষা করার চেষ্টায় ওই তরুণী তার সাবেক প্রেমিকের দিকে পাথর ছুঁড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি দ্রুতগতিতে স্কুটার চালিয়ে এসে তাকে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী হীরানগর থানায় অভিযোগ দায়ের করেন। তার বক্তব্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং ইচ্ছাকৃত ক্ষতির মামলা দায়ের করেছে।

তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন থানায় সাতটি ফৌজদারি মামলা আছে।

হীরানগরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অভিযুক্তকে শনাক্ত করেছি এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড নিশ্চিত করেছি। খোঁজ শুরু করা হয়েছে, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

সূত্রঃsomoy
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ