সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা সৃষ্টি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি

নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা সৃষ্টি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ (আগষ্ট) বেলা ১১ টার দিকে হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
হাটবাড়িয়া ডিসি পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে হাটবাড়িয়া তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এসময় দীর্ঘ লাইনে দাড়িয়ে শতাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।