সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়িতে ভিক্ষু সংঘের নিয়ে মহা সংঘদান অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়িতে মারমা কল্যাণ সমিতি উদ্যোগে ১০০ শত ভিক্ষু সংঘের নিয়ে মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বটতলী এলাকায় মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন, অষ্টপরিখারা দান, পিন্ড দান, কল্পতরু দান ও নানাবিধ দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও সংঘরাজ মহাস্থবির ভদন্ত আভিঞাঞানা।
এসময় মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি
মংসুইথোয়াই চৌধুরী নেতৃত্বে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া’র সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের সংঘরাজ ও চৌংড়াছড়ি গৌতম বৌদ্ধ বিহার মহালছড়ি এর অধ্যক্ষ আভিঞাঞানা মহাস্থবির এর সভাপতিত্বে শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন, অষ্টপরিখারা দান,পিন্ড দান, কল্পতরু দান ও নানাবিধ দানসহ মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এ বি এম ইফতে খায়রুল, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, মহিলা কল্যাণ সমিতি সভানেত্রী আওয়াং মারমাসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উচিংথোয়াই মগ, সিনিয়র সহ সভাপতি সাজেংহ্লা চৌধুরী, বিএনপি সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,আনুমং মারমাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ