সাংগ্রাই পানি উৎসবে মেতেছে মারমা তরুণ-তরুণীরা, বর্ণিল শোভাযাত্রায় উচ্ছাস

খাগড়াছড়ি প্রতিনিধি হলাপ্রু মারমা,

বসন্তের ফাল্গুন পেরিয়ে আনন্দের আগুন ছাড়িয়ে বাগান বিলাসী হেনার সুগন্ধী ছড়িয়ে চৈত্রের তেজোদীপ্ত কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে ফিরে এসেছে আবার সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও মৈত্রী পানি খেলা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে মারমা সংসদ উদ্যোগে জেলা সদরের পানখাইয়া পাড়া বটতলায় সাংগ্রাইং এর প্রধানতম আকর্ষণ পানি খেলা উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান।
এসময় মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু মারমা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতে খারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: খাদেমূল ইসলাম, সুইচিং চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন। তরুণ-তরুণীদের অংশগ্রহনই বেশি দেখা যায়। নেচে গেয়ে তারা উল্লাস করছেন। এর আগে র‍্যালিতে মারমারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার পরে বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে গেয়ে শহরকে উৎসবমুখর করে তুলেন। ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।
এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সর্বজনীন উৎসব মুখর নববর্ষেও সুর্যোদয়ে সমৃদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন এ শ্লোগানে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতে খারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অংচিং নু মারমা, জেলা পরিষদ সদস্য সাথৈাই প্রু চৌধুরী।

আরো দেখুনঃ