সুশিক্ষিত মানুষ দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে; পাজেব সদস্য খোকনেশ্বর ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা বলেছেন, সুশিক্ষিত মানুষ দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। সেজন্য সরকার শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
গতকাল সন্ধ্যায় সদর উপজেলাধীন দেবেন্দ্র মোহন পাড়া সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে সরস্বতী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।
এ উপলক্ষে পুজা উদযাপন কমিটি এর সভাপতি দীপন কুমার ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চামেলী ত্রিপুরা, নারী উদ্যোক্তা নিপু ত্রিপুরা, বিটিকেএস’র খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার নির্বাহী সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা, পেরাছড়া ইউপির মহিলা সদস্য চায়না ত্রিপুরা, সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, গোলাবাড়ি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য অঞ্জলী ত্রিপুরা, সদস্য সমাপন ত্রিপুরা, স্থানীয় কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা।
অনুষ্ঠানে পুজা উদযাপন কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় যুব প্রতিনিধি ও চবির শিক্ষার্থী খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন এলাকার কার্বারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী এবং অভিভাবক।
আলোচনা সভাশেষে পূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এরপরই খাগড়াছড়ি জেলার স্বনামধন্য ধীনা ড্যান্স একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এফআর/অননিউজ