সোনাগাজী থেকে অপহৃত কলেজ ছাত্র ফেনীতে উদ্ধার, গ্রেফতার ১
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)।।
সোনাগাজী থেকে অপহৃত সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে কে মঙ্গলবার বিকালে ফেনী শহরের নূরীয়া পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত মো. সাইফ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কেফায়েত উল্যাহর ছেলে সিফায়েত উল্যাহকে তুলে আনতে সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই সোহেবের নেতৃত্বে ৫-৬জন যুবক তার বাড়িতে হানা দিয়ে তল্লাশী চালায়। এসময় সিফায়েত ভাদাদিয়া গ্রামের খালার বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ফোনে ডেকে নিয়ে ফেনী শহরের নূরীয়া পাড়ার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায়। সকালে তার পিতার মুঠোফোনে ফোন দিয়ে দুর্বৃত্তরা ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উপায়ন্ত না দেখে পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে এবং ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ ওই ছাত্রকে উদ্ধারে নামে। বিকাল সাড়ে পাঁচটার দিকে নূরীয়া পাড়া থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতের পিতা কেফায়েত উল্যাহ বাদী হয়ে মো. সোহেব, মো. সাইফ, ফুলগাজী উপজেলার সাকিল ও আরিফ সহ ৪জনের নামোল্লেখ করে এবং ৫-৬জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার সহকারি উপ-পরিদর্শক কেশব কুমার দাস অপহৃতকে উদ্ধার ও একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।