সোনাগাজীতে অরক্ষিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সরাঞ্জমাদি চুরির সময় তিন যুবককে গুণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে অরক্ষিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সরাঞ্জমাদি চুরির সময় তিন যুবককে গুণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় নির্মিত বায়ু বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল- চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার রতনপুর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্লাহ (২১), বাহ্মণবাডিয়া জেলার বাঞ্চরামপুর থানার সোনারামপুর গ্রামের আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০), চট্টগ্রাম জেলার বন্দর থানার দক্ষিণ হালিশহর এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই তিন যুবক বায় বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে বৈদ্যুতিক টাওয়ারে রক্ষিত ট্রান্সফার্মার ও সরাঞ্জমাদি চুরি করার সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, LNK এর ফুল সেট, একটি বড় কাটার, একটি কালো রংয়ের ছোট কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত ছোট বড় ঢালি ০৩টি এবং ০১টি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লখ্য; ২০০৫ সালে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ নির্মাণ করা হয়েছিল। কয়েক বছর উৎপাদনের পর নির্মাণ ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।