সোনাগাজীতে এ আর খান ও নুরজাহান বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ট্রেনিং সেন্টারের উদ্বোধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে এ আর খান ও নুর জাহান বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অবহেলিত অনগ্রসর বেকার যুবকদের এগিয়ে নিতে বিনামূল্যে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজারে ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি, সিআইপি মেজবাহ উদ্দিন খান কিসলুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের স্থানীয় তত্ত্বাবধায়ক দাউদ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. মো. নুর উল্যাহ, শিল্পপতি নাজমুল করিম দুলাল, শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম রাজ, ড. নিজাম উদ্দিন, আমির হোসেন জনি, নুরুল হুদা সায়েম ও ওমর ফারক। উক্ত ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং ও সেলাই প্রশিক্ষণ দিয়ে সোনাগাজীর সর্বস্তরের মানুষদের দক্ষ ও প্রশিক্ষত জনসম্পদে পরিণত করা হবে।

আরো দেখুনঃ