সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ভূমি জবর দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী বাজারের ব্যবসায়ী মো. নুরনবী এ সংবাদ সম্মেলন করেন। শুক্রবার বিকালে পৌর শহরের জিরোপয়েন্টের বনফুল রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার মা বদরের নেছা ছাড়াইতকান্দি মৌজার সিএস-৪৪৩ খতিয়ানের সিএস -৪১দাগ, বিএস- ৪৯৫বাটা ৯৯দাগভূক্ত ১০শতক ভূমির নিষ্কন্টক মালিক দখলকার রয়েছেন। উক্ত জমি জবরদখলের চেষ্টা চালান পৌর এলাকার ছাড়াইতকান্দি গ্রামের মাহফুজুল হক ও ছেরাজুল হক গং। এ ব্যপারে নূরনবী বাদী হয়ে ফেনী সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে আদালত ১১এপ্রিল তর্কিত জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। ১৩ এপ্রিল নিষেধাজ্ঞার নোটিশ পেয়ে ১৪এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ মাহফুজুল হক, ছেলাজুল হক, তার ছেলে রাকিব সহ শতাধিক ভাড়াটে সন্ত্রাসী এনে তর্কিত জমিতে মাটি ভরাট শুরু করেন।
এসময় তারা বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। রাত দেড়টার দিকে নুরনবী থানায় আশ্রয় নিয়ে অভিযোগ দিলে সোনাগাজী মডেল থানার পুলিশদল ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করেন। এসময় ভাড়াটে সন্ত্রাসীরা সটকে পড়ে। প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী মো. নুরনবী ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরপত্তাহীনতায় রয়েছেন। তিনি আরো দাবি করেন অন্যত্র একটি ঘর নির্মাণ করে তর্কিত জমিতে ঘরটি স্থাপনের পাঁয়তারা করছে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। তিনি র্যাব, পুলিশ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।