সোনাগাজীতে দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর জরিমানা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সিলিন্ডার গ্যাসের দাম বাড়তি রাখায় মোহাম্মদ আবদুল হাই ও সফিকুল ইসলাম নামে দুই দোকানির সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আবদুল হাই বসুন্ধরা ও টোটাল গ্যাসের ডিলার। তার পাঁচ হাজার টাকা এবং সফিকুল ইসলামের দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার বিকালে পৌর শহরের জিরোপয়েন্টে এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) মো, ইউসুফ মিয়া এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কৃত্রিম সংকট দেখিয়ে উক্ত ব্যবসায়ীরা অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে তাদের এ জরিমানা হয়।

আরো দেখুনঃ