সোনাগাজীতে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে এ ছাতাগুলো বিতরণ করা হয়। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, সোনাগাজী সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাও. নুর নবী, ভোরবাজার এডভোকেট বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কেএম ফখরুদ্দিন ফারুক ও নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রমূখ।
জাবেদ হোসাইন মামুন।

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ