সোনাগাজীতে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় মো. নিজাম উদ্দিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাটি ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আফছার হোসেন মহিনের নেতৃত্বে কয়েকজন যুবক বেশ কয়েকদিন যাবৎ নবাবপুর ইউনিয়নের বিভিন্নস্থানে ফসলি জমির মাটি খনন করে মাটি ব্যবসা করে আসছে। তারা প্রভাবশালী হওয়ায় স্থানীয় কৃষকরা ভয়ে মুখ খুলতে পারছেননা। এ ঘটনার প্রতিবাদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন সফরাবাদ গ্রামের নিজাম উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিন ও তার সহযোগীরা। মহিন, আবদুল আলিম, ফিহাদ, সাইফুল ইসলাম ও মো.রিমনের নেতৃত্বে নিজাম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন খবর পেয়ে একটি খননযন্ত্র (অ্যাস্কেভেটর) জব্দ করা হয়েছে। তথ্যদাতা যুবকের ওপর হামলার বিষয়টি দু:খজনক।