সোনাগাজীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা আবাসন ব্যবসায়ী গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর্থের যোগান দাতার অভিযোগে ঢাকার আবাসন ব্যবসায়ী ও ইনটেক প্রপার্টিজের চেয়ারম্যান এম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে সোনাগাজী ও ফেনী মডেল থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টায় সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া লণ্ডনী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মরহুম আব্দুল হালিম মেম্বারের ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা ও হত্যার ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানা ওসি মো. বায়েজীদ আকন। তিনি আরও বলেন, ফেনী মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াটায় গোপন সংবাদের ভিত্তিতে তার বড় ভাই যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তাদের ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়।
জাবেদ হোসাইন মামুন

আরো দেখুনঃ