সোনাগাজীতে ভাই ও বোনদের বঞ্চিত করে ৫০ শতক জমি পিতা-মাতা থেকে নিজের নামে নিলেন প্রবাসী দুলাল মিয়া
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক ভাই ও দুই বোনকে বঞ্চিত করে ৫০ শতক জমি পিতা-মাতা থেকে নিজের নামে দলিল করে নিলেন দুলাল মিয়া নামে এক সৌদি আরব প্রবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ নিন্দা জানিয়ে রোববার বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সোনাপুর গ্রামের চৌধুরী মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল মিয়া মৃত আবুল কালামের ছেলে। এ ঘটনায় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান। আবুল কালাম ও মুয়রের নেছা দম্পতির দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে দুলাল মিয়া তার স্ত্রী মমতাজ বেগমের কুপ্ররোচনায় ঘর ভিটা ও পুকুর সহ মোট ৫০ শতক জমি পিতা-মাতা থেকে গোপনে হেবা দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে ৫০ শতক জমি থেকে দুলাল তার স্ত্রীকে ৩৫ শতক জমি হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করে দিয়েছেন। স্থানীয় সালিসদারদের মাধ্যমেও বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন সম্পত্তি থেকে বঞ্চিতরা।
নিরুপায় হয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবৃত্তলোভী দুলাল মিয়া-মমতাজ বেগম দম্পতির প্রতি ঘৃণা ছড়ান। সংবাদ সম্মেলনে দুলাল মিয়ার মাতা ময়ূরের নেছা, বোন আনোয়ারা বেগম ও মনোয়ারা বেগম এবং ভাই কাতার প্রবাসী মোশারফ হোসেন বক্তব্য রাখেন।
এসময় তারা আরও বলেন ছাবের আহমদ নামে এক দলিল লেখকের অনৈতিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে দুলাল মিয়া সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। দুলাল মিয়া সৌদি আরবে অবস্থান করলেও তার স্ত্রী স্বামীর ঘর ছেড়ে পিতার বাড়িতে উঠেছে।