সোনাগাজীতে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার চার, ১০৩ পিস ইয়াবা উদ্ধার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিথি, ১৩এপ্রিল, রোববার:

ফেনীর সোনাগাজীতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ১০৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের মৃত কামাল মাস্টারের ছেলে মাদক ব্যবসায়ী মো, আসাদুজ্জামান, উত্তর চরচান্দিয়া গ্রামের মো.;মোস্তফার ছেলে জসিম উদ্দিনন, চরমজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাবুদুল হকের ছেলে মাসুদ আলম ও লক্ষ্মীপুর গ্রামের ডা. বরুণ চন্দ্র ধরের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ চন্দ্র ধর।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন তাদেরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেে বলেন, রোববার সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুনঃ