সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যদায় দাফন
সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা এমিলি খান মাস্টার মারা গেছেন।
ঢামেকে নেওয়ার পথে যাত্রবাড়ি ফ্লাইওভারে জ্যামে পড়ে এ্যাম্বুল্যান্সে মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। সন্ধ্যায় সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাক বাংলাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সোনাগাজীগামী একটি মোটর সাইকেল সোনাগাজী-ফেনী সড়কের ডাকবাংলা দক্ষিণ বাজারে মুখোমুখী সংঘর্ষ হয়। সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমিলি খান মাস্টার গুরত্বর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়ার পথে ফ্লাইওভারে জ্যামে পড়েন।
নিহতের ছেলে, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা শাখার সহসভাপতি ইলিয়াছ সুমন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় মর্যদায় তাকে নবাবপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এফআর/অননিউজ