সোনাগাজীতে সাংবাদিকদের সাথে যুক্ত রাষ্ট্র বিএনপি নেতার মতবিনিময়

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সাংবাদিকদের সাথে যুক্ত রাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে চরসাহাভিকারীস্থ তার নিজবাসভবনে এ মতবিনিময় করেন। এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বক্তব্য রাখেন। সোলাইমান ভূঞা বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও ফেনী-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে তিনিও ধানের শীষের ভোট চাইতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। তিনি আজ শয্যাশয়ী। তিনি বাংলাদেশের মানুষগুলোর ঐক্যের প্রতিক।

তিনি অসুস্থ থাকা মানে বাংলাদেশ অসুস্থ থাকা। তারপরও বর্তমান সরকার তাকে ভিভিআইপি ঘোষণা দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আ.লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে।

এহেন পরিস্থিতিতে বিএনপি সহ জুলাই অভ্যুত্থানের সকল মিত্র শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। দেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে হলে ২৪ এর জুলাই এর মত ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহু দলের মতের লোক প্রার্থী হবেন। তারা তাদের মত করে জনগণের কাছে ভোট চাইবেন। নির্বাচনের মাঠে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখতে হবে। কোন গুজব কিংবা অপপপ্রচারে কান দেওযা যাবেনা। নিজেদের ভালো কাজের মধ্যে দিয়ে ভোটারদের মন জয় করতে হবে।

আগামী ২৫ ডিসেস্বর তারুণ্যের অহঙ্কার দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন। আমরা চাই তিনি এদেশের মানুষদের ভোটে দেশের হাল ধরুক। তার হাতকে শক্তিশালী করতে হলেও বিএনপিতে ঐক্যের কোন বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

আরো দেখুনঃ