সোনাগাজীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ডাকাতি সহ হত্যা মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন পাটোয়ারী (৫০) কে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। সোমবার (৬অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোনাগাজী মডেল থানার (ওসি) সাইফুল আলম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেনন, কুমিল্লার একটি ডাকাতি সহ হত্যা মামলায় তার দশ বছরের সাজা দিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। তিনি গ্রামের বাড়িতে আত্মগোপন করলে গোপন সূত্রে পুলিশ তাকে গ্রেফতার করে।