সোনাগাজীতে ১০টি ডাকাতি মামলার আসামি গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ১০ডাকাতি মামলার পলাতকরআসামি শাহজাহান সাজুকে (৪৫) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম জানান, শাহজাহান সাজু একজন স্বীকৃত দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলার পাশাপাশি একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
JN