সোনার ৭ বারসহ পাচারকারী আটক
অনলাইন ডেস্ক।।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোল্লাবাড়ি মোড় এলাকায় সোনার সাত বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৫ মার্চ) ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মোল্লাবাড়ি মোড় থেকে বিজিবি অভিযান চালিয়ে বারসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল হোসেন (৩৮)।
বিজিবি জানায়, শনিবার সকালে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে সোনার বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির একটি টহল দল জীবননগর মোল্লাবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় জুয়েলকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার ছোট বড় সাতটি বার জব্দ করা হয়। যার ওজন ৮২৯.২৭ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। তবে ভারতে পাচারের জন্য বারগুলো নেওয়া হচ্ছিল।
ফরহাদ/অননিউজ