সোনারগাঁয়ে এতিম ও অসহায় শিশুদের অন্যরকম আনন্দের দিন
নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও নারায়ণগঞ্জ :

মানবতার উষ্ণ ছোঁয়া ছড়িয়ে দিতে সোনারগাঁয়ের জনপ্রিয় রেস্টুরেন্ট এসএ গ্রীনলঞ্জ আয়োজন করেছে এক ভিন্নধর্মী আনন্দের মুহুর্ত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ জোহর উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আল মদিনা শপিংমলের ৭ম তলায় গ্রীনলঞ্জ রেস্টুরেন্টে ছয়হিস্যা মারকাজুল কুরআন মাদ্রাসা ও পিরোজপুর এতিমখানার প্রায় অর্ধশতাধিক এতিম ও অসহায় শিশুকে নিয়ে এ বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
এতিম ও অসহায় শিশুদের পাশে থাকার উদ্দেশ্যে ভোজন রসিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করে ছিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অফার শেষে এতিম ও অসহায় শিশুদেরকে নিয়ে এই আয়োজন সম্পন্ন করে অত্যন্ত আনন্দিত তারা।
রেস্টুরেন্ট স্বত্তাধিকারী আরেফিন পনির বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে এটি তাদের নিয়মিত সামাজিক দায়িত্বের অংশ। “আমরা চাই এই শিশুরা যেন একদিনের জন্য হলেও নিজেদের বিশেষ অতিথি মনে করে।
শিশুরা খাবার উপভোগের পাশাপাশি গল্প, খেলাধুলা ও ছোট উপহারসহ একটি আনন্দঘন সময় কাটায়। আয়োজনকে স্বাগত জানিয়ে এতিমখানার খাদেম মাওলানা মো: আনোয়ার হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে এতিম ও অসহায় শিশুদের জন্য এমন মুহূর্ত আরও অর্থবহ ও আনন্দময় হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন রাজধানী টেলিভিশনের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি কামরুজ্জামান রানা, এসএ গ্রীনলঞ্জ রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোশাররফ হোসেন লিটন, ছয়হিস্যা মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা এরশাদ হোসেন প্রমুখ।