সোনারগাঁয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল ও জনসংযোগ
নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার(নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাড়িপাল্লার পক্ষে গণমিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে।
সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
মিছিলটি মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন এলাকা
প্রদক্ষিন করে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করা হয়।
এসময় বক্তারা বলেন, জাতীয় নেতাদের টেবিলে নারায়ণগঞ্জ ৩ আসনের প্রার্থী ছিনতাই হয়েছে। নারায়ণগঞ্জ ৩ তথা সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের মানুষের মতামত ও চাওয়া পাওয়াকে উপেক্ষা করে জামায়াতে ইসলামীর প্রার্থী ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে গভীর চক্রান্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বলেন, প্রার্থী নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হলেও ব্যালট পেপারে আমাদের পছন্দের প্রতিক দাঁড়িপাল্লা রয়েছে। সুতরাং মানুষ ১২ তারিখ সারাদিন ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিবে।
বক্তারা আরো বলেন, দাঁড়িপাল্লা আজকে শুধুমাত্র একটি দলের প্রতিক নয়, এটি এখন জনতার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করবে।