সোনারগাঁয়ে কালের কণ্ঠের নামের ভুয়া পেইজ খুলে প্রতারণা, থানায় জিডি
নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও নারায়ণগঞ্জ :

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে দৈনিক কালের কন্ঠের সোনারগাঁয়ের সাবেক প্রতিনিধি গাজী মোবারকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পত্রিকাটির কর্তৃপক্ষ।
গতকাল ১৯ অক্টোবর রাতে ঢাকার ভাটারা থানায় দায়ের করা জিডিতে কালের কন্ঠের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যৈষ্ঠ নির্বাহী মো: আব্দুর রহিম উল্লেখ করেন, নারায়নগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাড়ী শ্যামকুমার (গোবিন্দপুর) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে গাজী মোবারক এক সময় কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।
নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার কারনে গত ২০২৪ সালের ২৫ আগস্ট কালের কন্ঠের তৎকালীন সম্পাদক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত এক চিঠিতে গাজী মোবারককে পত্রিকাটির সোনারগাঁ প্রতিনিধি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়ার পরও গাজী মোবারক নিজেকে এখনও দৈনিক কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা অনিয়ম ও জালিয়াতি করে যাচ্ছে। সর্বশেষ গাজী মোবারক কালের কন্ঠের নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া পেইজ খুলে প্রতিদিন স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন এতে কালের কন্ঠের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে এবং পাঠক ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ মো: রাকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। জিডি নম্বর ২০৫৩। বিষয়টি থানা পুলিশ সহ পুলিশ বিভাগের একাধিক শাখা তদন্ত শুরু করেছে। আমরা এ ঘটনার তথ্য প্রমান পেয়েছি দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিডির বাদি আব্দুর রহিম জানান, কালের কন্ঠের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগে থানায় জিডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরকে বিষয়টি অবগত করে লিখিত চিঠি দেওয়া হয়েছে।
এদিকে গাজী মোবারক বসুন্ধরা শুভ সংঘের নাম ব্যবহার করে নিজেকে সোনারগাঁ প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকার বিতর্কিত মানুষকে দিয়ে বিভিন্ন কর্মসূচি করার অভিযোগে গতকাল রোববার একই দিনে বসুন্ধরা শুভ সংঘের সোনারগাঁ উপজেলা শাখার সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে নোটিশ জারী করেছেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কন্ঠের জৈষ্ঠ্য সহ সম্পাদক জাকারিয়া জামান।