সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে একাধিক বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁও পৌরসভায় আবেদন করে কোন সুরাহা না পেয়ে এলাকাবাসী মানববন্ধন করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া বেইস ইন্সটিটিউটের পিছনের জলাবদ্ধতা রাস্তার পাশে মানববন্ধন করে এলাকাবাসী।

দিঘিরপাড়, চৌদানা, দৌলেরবাগ, হাতখোপা, খাস নগর দিঘিরপাড়, ইছাপাড়া সহ আশেপাশের প্রায় পাঁচ গ্রামের ২০ হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে এই রাস্তাটি ব্যবহার করে। স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তার ময়লা পানি মারিয়ে যাওয়ার ফলে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা অতিশীঘ্রই এই জলাবদ্ধতা নিরসনের দাবি জানাই।

এলাকাবাসী পক্ষে আবুল কাশেম বলেন, সোনারগাঁ পৌরসভা ও উপজেলা অফিসে এই রাস্তা ব্যবহারকারী ৭ গ্রামের মানুষ বার বার রাস্তার জলাবদ্ধতা নিরসনে আবেদন করেছি। তারা কোন কাজই করে নাই। তারা কাজ না করলে তারা এই দায়িত্ব ছেড়ে দিক। জনগণের দূর্ভোগ নিরসনে কাজ করতে উনাদের কষ্ট হয়।

JN

আরো দেখুনঃ