সোনারগাঁয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নীলকান্দা গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সুমাইয়া (৮) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া আক্তার উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে সুমাইয়া বুধবার বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে সবার অজান্তে পানিতে ডুবে মারা যায়। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোজাখুজির পর দেখা যায় সন্ধ্যায় পানিতে ভেসে উঠে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ দিকে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24