সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় সোমবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় উল্টো দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্স চালক সুভাশ চন্দ্র দাস (৩৯) নিহত হয়েছেন।
নিহত সুভাশ চন্দ্র দাস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিন রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাসের ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, উপজেলার টিপুরদী এলাকায় মহাসড়কে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস( ঢাকা মেট্রো থ-১৫-৫৮৮৫) দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সুভাশ চন্দ্র দাস নিহত হয়। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও তার সহযোগী পালিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।