সোনারগাঁয়ে মদ্যপানে ছাত্রলীগ নেতার মৃত্যু
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) ।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সোনারগাঁয়ের বিষাক্ত মদ পানে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার ( ৭ নভেম্বর) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় রাতে তিনি মদ্যপান করে। পরে তাকে আহত অবস্থায় ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ছাত্রলীগ নেতার নাম সম্রাট হোসেন সোহান (২২)। তিনি উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে। এদিকে পরিবার সূত্রে এই ঘটনা নিশ্চিত করে জানান, সোহান শনিবার রাতে মদ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।