সোনারগাঁয়ে স্কুলের জমি রক্ষার দাবীতে মানববন্ধন
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ বিষয়ে বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) পঞ্চমীঘাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে জমিরক্ষা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, ম্যানিজিং কমিরি সদস্য, অভিভাবক ও শিক্ষরা।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চমীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আইউব নবী, শরিফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাতেন, সহকারি শিক্ষক মুকবুল হোসেন, আসমা আক্তার প্রমূখ।
প্রধান শিক্ষক আব্দুল বাতেন বলেন, র্দীঘদিন ধরে সংকর রায় নামের এক ব্যক্তি ও তার লোকজন স্কুলের জমি দখলের পায়তারা করে আসছেন। এমনকি গত বুধবার বিকেলে সংকর রায়ের লোকজন এসে স্কুলের সিমানা প্রচীর ভেঙে দিয়েছে। এসময় তাদের কাজে বাধাঁ দিতে গেলে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ট তদন্ত করে বিচারের দাবী জানান তিনি।