সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (১২ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৬ জন। তারা সৌদি আরবে গিয়েছেন মোট ৯৬টি ফ্লাইটে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৭টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৮৫০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৯৬২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৭৫৮ জন।

চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। এখন পর্যন্ত ৮৬ হাজার ২১৩টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুরের হাফেজ উদ্দিন এবং নীলফামারির বয়েজ উদ্দিন।

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ