স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার শ্রীকাইলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।শনিবার বিকেলে জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কলেজ হোস্টেল এলাকা থেকে বিশাল র্যালি শুরু হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীকাইল হাইস্কুলের সামনে গিয়ে শেষে হয়। সেখানে অনুষ্ঠিত হয় অলোচনা সভা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
এসময় জাহাঙ্গীর আলম সরকার বলেন, জাতীর জনক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ৪১ সালের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে উন্নত বিশ্বের কাতারে।
আওয়ামীলীগ নেতা আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ, উওর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসকুর ইসলাম মাসুক, উওর জেলা কৃষকলীগের আহবায়ক বাবু পার্থ সারথি দত্ত, উওর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলামীন সরকার, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, আওয়ামীলীগ নেতা বাহারুল আলম, বাঙ্গরা থানার সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আকরাম, বাঙ্গরা থানার সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামান সরকার, যুবলীগ নেতা নিয়াজ শরীফসহ এসময় শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠননেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24