স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ ও কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত
প্রতিনিধি।।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ ও কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদের সভাপতিত্বে বক্তৃতা করেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভীর শাকিল জয় এমপি, সদস্য মাহমুদ রাজ্জাক অপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, প্রচার সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম সুমন প্রমূখ।
বর্তমান সরকারের নানা সাফল্য তুলে ধরে বক্তারা বলেন, আাগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। এ কারণে আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। সে লক্ষে নিবেদিত কর্মী সংগ্রহ করা অত্যন্ত জরুরি।
শান্ত/অননিউজ