হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেলাই বিল ভরাট, হুমকিতে জীবিকা ও পরিবেশ

অনলাইন ডেস্ক।।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা অংশে ঐতিহ্যবাহী বেলাই বিল ভরাটের অভিযোগ উঠেছে। নর্থ সাউথ গ্রুপ ও তেপান্তর গ্রুপ নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সরকারি জলাধার দখলের অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে নলছাটা এলাকায় বিল-বেলাইয়ে সাইনবোর্ড স্থাপন করেছে ওই দুই গ্রুপ। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে বালু ভরাটের কাজ চললেও এখন দিনদুপুরে ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাটের কাজ চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান চালিয়ে বালু ভরাটের সরঞ্জাম জব্দ করলেও তা বন্ধ হয়নি।

২০১৯ সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেলাই বিলের যেকোনো ধরনের ভরাট, দখল এবং শ্রেণি পরিবর্তনের ওপর স্থিতাবস্থা জারি করেন।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, কোম্পানিগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দালাল হিসেবে নিয়োগ করেছে। দালালরা কৃষকদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করছে।

দড়িপাড়া গ্রামের রিতা পালমা বলেন, সাইদুল নামে নর্থ সাউথ গ্রুপের এক দালাল তাঁকে জমি বিক্রির জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় ভয়ভীতি দেখায়।

আরেক ভুক্তভোগী জানান, ৪-৫ বছর আগে চার বিঘা জমি ১ কোটি টাকায় কেনার কথা থাকলেও মাত্র ২২ লাখ টাকা দিয়ে জমি ভরাট করা হয়েছে। বাকি টাকা আজও পাননি।

নর্থ সাউথ গ্রুপের বিরুদ্ধে বিলের মধ্যে অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রথমে সংযোগ বিচ্ছিন্ন করলেও পরে তা পুনরায় স্থাপন করে।

কালীগঞ্জ পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আক্তার হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র থাকলেই বিদ্যুৎ সংযোগ দিতে তারা বাধ্য।

বেলাই বিলের আয়তন ৫০ বর্গকিলোমিটার থেকে কমে এখন ৮ বর্গকিলোমিটারে এসে ঠেকেছে। বিলটি ভরাট হয়ে গেলে জীববৈচিত্র্য নষ্ট হওয়াসহ জেলে পরিবার কর্মহীন হয়ে পড়বে এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, বিল বেলাইকে রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসন কাজ করছে। বিল ভরাটের খবর পেলেই অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিদ্যুৎ সংযোগের ব্যাপারে তিনি জানান, ডিজিএমের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ