হিলিতে আলোচনাসভা ও চেকবিতরনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সালাহউদ্দিন বকুল, হিলি প্রতিনিধি||
“আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এর পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে প্রশিক্ষনপ্রাপ্ত ৫০জন নারীদের মাঝে ১২ হাজার টাকা করে চেকবিতরন করা হয়।
হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।