১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালিত বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলে।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রবেশ পথের পাশে দাড়িয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট লাভলী বেগম, অজয় কুমার সরকার, আব্দুল লতিফ, বিকে বোস ফার্মাসিস্ট প্রমুখ।
১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার। কৃষি ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা সহ অন্যান্যরা যেখানে দশম গ্রেড পেয়েছে সেখানে আমরা এখনো ১১তম গ্রেডে অবস্থান করছি। আমরা রোগীদের নমুনা সংগ্রহ, রোগ নির্ণয়, ওষুধ পত্র প্রদান সহ অনেক জটিল কঠিন দ্বায়িত্ব পালন করে থাকি। কিন্তু আমরা এখনো দশম গ্রেড পাইনি।
তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন আমাদের দাবী দ্রুত বাস্তবায়ন করেন। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামী ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
এদিকে, হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। দীর্ঘসময় ধরে হাসপাতালে অপেক্ষা করতে দেখা যায় তাদের। দ্রুতই এর সমস্যার সমাধান চান তারা।