২ নং কমলছড়ি ইউনিয়নে হতদরিদ্র ৪শ ৩০টি পরিবারে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে সদর উপজেলার ২ নং কমলছড়ি ইউনিয়ন পরিষদে হতদরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আপার পেরাছড়ায় রিবেঙ যুব ক্লাবের সামনে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ২ নং কমলছড়ি ইউনিয়নে ২নং ওয়ার্ডের মেম্বার রুপেন চাকমা।

এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার সৈকত চাকমা, গ্রাম পুলিশ মংশিনু মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

টিসিবির পণ্য পেয়ে হতদরিদ্র বিহারি ত্রিপুরা বলেন, কম দামে এসব নিত্যপণ্য পাওয়ায় খুবই ভালো লাগছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি বাড়িয়ে তা সারা বছর চলমান রাখার দাবি জানায়।

১ নং ওয়ার্ডের বাসিন্দা মহামায়া চাকমা বলেন টিসিবির পণ্য নিতে ২০ টাকা খরচ করে আসতে হয় কিন্তু ৩টি পট পেয়েছে চিনি পায়নি। চিনি পেলে বেশি উপকার হতো।

মেম্বার রুপেন চাকমা বলেন, ১ ২ ও ৩ নং ওয়ার্ড মিলে ৪শ ৩০টি পরিবারে মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।

রুপেন চাকমা আরো বলেন, ৪ শত ৭০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল, চাউল ৫ কেজি দেয়া হচ্ছে কার্ডধারীদের মাঝে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ