৩০ লাখ টাকা আত্মসাৎ মামলায় ডিমলা পিআই ও অফিস সহকারী গ্রেফতার

গনকন্ঠ প্রতিবেদক ( নীলফামারী)

​নীলফামারীর ডিমলা উপজেলায় প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত অফিস সহকারী মশিউর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুরের সিও বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

​মশিউর রহমান ডিমলা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পিআইও) অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি টিআর/কাবিখা প্রকল্পের টাকার চেক জালিয়াতি করে ব্যাংক থেকে তুলে নিয়ে পালিয়ে যান। তিনি দুই দফায় (২৪ ও ২৮ ডিসেম্বর) সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন।​টাকা তোলার পর তিনি অফিসে অনুপস্থিত থাকেন এবং আত্মগোপনে চলে যান।

​টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হলে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে গত সোমবার (২৯ ডিসেম্বর) ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-১৩ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব মশিউর রহমান রংপুরের কোতয়ালী থানার সিও বাজার এলাকায় জনৈক মামুনুর রশিদের বাসায় লুকিয়ে আছেন। দুপুরে র‍্যাবের একটি যৌথ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

আরো দেখুনঃ