‎৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জননেতা মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে লিফলেট বিতারণ

জনি আহমেদ, ‎নিয়ামতপুর (নওগাঁ)

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে বরেন্দ্র বাজারে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

‎শনিবার ( ৮ নভেম্বর ২০২৫) বিকালে সিমান্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন জনতার এমপি হিসেবে পরিচিত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

‎তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি ও রসুল ইউপি সাবেক চেয়ারম্যান সাজ্জাত হোসেন টিটু, আরিফ কাউসার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু,কৃষকদলের সাবেক আহ্বায়ক আঃ মতিন সোনার,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা,পাড়ইল ইউপি বিএনপি সভাপতি আঃ মান্নান,কাউসারুল রতনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্ধ।


‎তিনি বলেন, রাষ্ট্রের সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই ৩১ দফা অত্যন্ত প্রয়োজনীয়। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপি পথনির্দেশনা দিচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষে ভোট দিয়ে বিএনপি জয় নিশ্চিত করতে হবে।

‎এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা আগামী দিনে দলের দিকনির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো দেখুনঃ