কচুয়ায় অগ্নিকান্ডে পুড়েছে ৫টি বসতঘর

সাইফুল ইসলাম ,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।।

চাঁদপুরের কচুয়ার বড়-হায়াতপুর গ্রামে শনিবার সকালে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, ওই গ্রামের হানিফ মিয়া, মনির হোসেন, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম। স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া জানান, শনিবার বড়-হায়াতপুর গ্রামের নতুন বাড়িতে বসতবাড়িতে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে ততক্ষনে ব্যাপক ক্ষতিসাধন হয়।

এতে করে ক্ষতিগ্রস্থ পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কচুয়া ফায়ার স্টেশনের সাব অফিসার মো. ইউসুফ আলী বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এতে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও তিনি জানান।

সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ
error: Content is protected !!