কাঠালিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির কাঠালিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি ও কচুয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির (রাজাপুর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন।

বক্তব্য রাখেন ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মো. মোস্তফা কামাল, এম মনিরুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়নের বিট অফিসার এস আই কামরুজ্জামান, এএসআই মো. মঞ্জুরুল প্রমূখ।

আরো দেখুনঃ
error: Content is protected !!