কুমিল্লায় অভয় আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

নেকবর হোসেন

কুমিল্লা অভয় আশ্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার(৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সহধর্মিনী মানু ভার্মা।

এ সময় উপস্থিত ছিলেন- গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সানজুর মোরশেদ এবং কুমিল্লা অভয় আশ্রমের নেতৃবৃন্দ, স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের পাশাপাশি সুশীল সমাজ, শিক্ষাবিদ, চিকিৎসক ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরো দেখুনঃ
error: Content is protected !!