কুমিল্লায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

সাইফুল ইসলাম, কুমিল্লা।।

কুমিল্লায় “আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ ” স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সহযোগীতায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে র‌্যালীটি কুমিল্লা টাউনহল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এ কে এম এমরানুল হক মারুফ, নারীনেত্রী পাপড়ি বসুসহ বীমা উন্নয়ন নিয়ন্ত্রন কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানি সমূহের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ
error: Content is protected !!