কুমিল্লায় পারফেক্ট কোচিং একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা।।

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী পারফেক্ট কোচিং একাডেমীর এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর প্রফেসর পাড়া সংলগ্ন ধর্মপুর পূর্ব চৌমুহনীস্থ একাডেমীর নিজস্ব কার্যলয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী ‍মো: শাহ আলম (বক্সেল), সফিউল্লাহ খান এবং পারফেক্ট কোচিং একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন চৌধুরী সহ আরো অনেকে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহিদুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সঞ্জিত সাহা,ইলিয়াস মাহমুদ সুজন, মো: আসাদ সুশান্ত দেবনাথ, মোমিনুল ইসলাম, ডা. লিমন, সাইফুল ইসলাম, মো: আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসমাইল নবী শাওন।

হৃদয় বিদারক ও আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাত শেষে বিদায়ী ছাত্র/ছাত্রী ও অন্যান্যদের মাঝে পুরষ্কার দেয়া হয়।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ
error: Content is protected !!