কুসিক কাউন্সিলরের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার।।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর বাবু বলেন, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের ষড়যন্ত্র। আমি এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।
কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে পূজা মন্ডপে পবিত্র কোরানের অবমাননা ও এর জেরে হামলার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এড. মো. একরাম হোসেন বাবু।
রোববার রাতে ঠাকুরপাড়া তার নিজস্ব বাসভবনে এক জনার্কীণ সংবাদ সম্মেলনে কাউন্সিলর বাবু জানান, বুধবার ঘটনার দিন দুপুরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের এক সভায় ছিলেন। পরে তিনি খবর পেয়ে ঠাকুরপাড়ায় আসেন। সেখানে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে তিনি আহত হন।
এ ঘটনার পরেই পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি ২৩ নম্বর আসামী।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর বাবু বলেন, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের ষড়যন্ত্র। আমি এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।
সাইফ/ অননিউজ24