খোলা আকাশের নিচে রাত কাটালেন বিএনপির নেতা-কর্মীরা

অনলাইন ডেস্ক ।।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, ‘মাঠে আমাদের অনেক কাজ। এখানে আগত কারোরই চোখে ঘুম নেই। কেউ ঘুমাবেও না। সবারই দুই চোখে সরকার হটানোর স্বপ্ন।’

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসা নেতা-কর্মীরা খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশের মাঠ। শনিবার শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা।

শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুলের এই মাঠে রাত সাড়ে ১২টায় দেখা যায় পুরো মাঠে হোগলার চাটাই বিছানো। নেতা-কর্মীরা কেউ শুয়ে আছেন, কেউ পায়চারি করছেন। স্কুলের ভবনগুলোও পরিপূর্ণ।

শরতেও ভালো শীত পড়েছে। কুয়াশাও আছে বেশ। সব নেতা-কর্মীই শীতের পোশাক পরে আছেন। অনেকেই কানে মাফলার প্যাঁচিয়ে আছে। যারা ঘুমোননি তারা একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটান।

কেন্দ্রীয় নেতারাও মাঠে ছিলেন। তাদের অনুপ্রেরণায় চাঙ্গা হয়ে আছেন সমাবেশে আসা কর্মী-সমর্থকরা।

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, ‘মাঠে আমাদের অনেক কাজ। এখানে আগত কারোরই চোখে ঘুম নেই। কেউ ঘুমাবেও না। সবারই দুই চোখে সরকার হটানোর স্বপ্ন।’

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ থেকে নেতা-কর্মীরা এসেছে। এখনও দলে দলে আসছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!